ঢাকা: নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা। এতে করে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৪ মে) সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেন তারা। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা।
পথে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লেও, সেটি ভেঙে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং অবরোধ শুরু করেন।
বিকেল ৪টা ২৮ মিনিট পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করছেন বলে জানা গেছে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের এক দফা এক দাবি—ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানে উন্নীত করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরব না।
এফএইচ/এমজে