নোয়াখালী সদর উপজেলায় দিন-দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী নুরুল আফসার সুমনের শ্বশুর ফখরুল ইসলাম বাদী হয়ে শনিবার (১ মার্চ) সুধারাম থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে অভিযান চালিয়ে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- খোরশেদ আলম জাহাঙ্গীর (৩৮), সিরাজুল ইসলাম (৪০) ও মো. জহির (৪০)।
স্থানীয়রা জানান, জায়গা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের সৌদি প্রবাসী নুরুল আফসার সুমনের (৪৫) বাড়িতে অস্ত্রধারী ভাড়াটে সন্ত্রাসী এনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একই এলাকার শাহ আলমের দুই ছেলে আলমগীর ও জাহাঙ্গীর। ছয়-সাতটি মাইক্রোবাস ও পিকআপভ্যান যোগে সন্ত্রাসীরা এসে সুমনের বাড়িতে হানা দেয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা বসতঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে সুমনের স্ত্রী, শাশুড়িসহ পরিবারের অন্যান্য নারী সদস্যদের পিটিয়ে আহত করে। এ সময় প্রাণভয়ে তারা ঘর থেকে বেরিয়ে যান। পরে সন্ত্রাসীরা ঘরের প্রতিটি কক্ষে প্রবেশ করে সবকিছু ভেঙে তছনছ দেয় এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় তারা ঘরের খাট, লেপ-তোশক, সোফা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, হাড়ি-পাতিলসহ সবকিছু ঘর থেকে বের করে পাশের পুকুরে এবং সড়কে ফেলে দিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হামলা-ভাঙচুরের খবর পাওয়ার পর পরই পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। একই সময় সেনাবাহিনীর টহল টিমও সেখানে যায়। পরে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
** দিনদুপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ১
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসআরএস