ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার ১৮টি সোনারবার জব্দ, দু’চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার ১৮টি সোনারবার জব্দ, দু’চোরাকারবারি আটক চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার ১৮টি সোনারবার জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে দুই কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ১৮টি সোনারবারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৪ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে যাত্রীবাহী একটি বাস থেকে সোনাসহ ওই দুই চোরাকারবারিকে আটক করেন বিজিবি সদস্যরা।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।

লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) মাধ্যমে সোনা চোরাচালান হবে। খবর পেয়ে বিজিবির আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে বাসটিকে শনাক্ত করে।  

দুপুর ১টায় বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে গতিরোধ করে সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এসময় আটকদের শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় দুই কেজি চারশ ১১ গ্রাম ওজনের ১৮টি সোনারবার জব্দ করা হয়।  

একইসঙ্গে দুটি মোবাইল ফোন সেট এবং নগদ দশ হাজার ১৯০ টাকা উদ্ধার করা করে জব্দ করা হয়। উদ্ধার সোনাসহ মালামালের আনুমানিক মূল্য দুই কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা।  

নাজমুল হাসান আরও জানান, উদ্ধার সোনারবারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হবে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।