কুমিল্লা: স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট কুমিল্লার দেবীদ্বারে গুলিবিদ্ধ আবদুস সামাদ (৫২) মারা গেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৩টায় ঢাকার তীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আবদুস সামাদ কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ধামতী উত্তরপাড়া গ্রামের মো. আছমত আলীর পুত্র। তিনি ওয়ার্ড বিএনপির সদস্য।
জাতীয় নাগরিক কমিটি দেবিদ্বার উপজেলা শাখার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ জানান, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যারয়ের সামনে পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়েছিলেন সামাদ।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গত বছরের ৫ আগস্ট পায়ের উরুতে গুলিবিদ্ধ হন আবদুস সামাদ। তিনি শেষদিকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ওই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান। তিনি সম্প্রতি দেবীদ্বার ইউএনওর কার্যালয়ে এসে মামলার সাক্ষ্যও দিয়ে যান। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫