মানিকগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সব সময়ই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন।
বুধবার (৫ মার্চ) শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় জুলহাস মোল্লার হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেয় ‘আমরা বিএনপি পরিবার’এর নেতারা।
তিনি বলেন, জুলহাসের অসাধারণ কৃতিত্বের কথা জানতে পেরে তারেক রহমান তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার নির্দেশে জেলা বিএনপি এবং ‘আমরা বিএনপি পরিবার’ জুলহাসের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে। ৫০ হাজার টাকার এই সহায়তা জুলহাসের গবেষণা ও উদ্ভাবনের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।
অপরদিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আরও সহযোগিতা করব। তার এই উদ্ভাবন দেশের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, জুলহাসের এই সাফল্য শুধু বিএনপির নেতারাই নয়, স্থানীয় প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। গতকাল জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাও প্রাথমিকভাবে তাকে উৎসাহ দেওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা করেছেন।
জুলহাস মোল্লা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এই টাকা দিয়ে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএ