ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: শরীয়তপুরে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, মার্চ ৬, ২০২৫
ডেভিল হান্ট: শরীয়তপুরে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন গ্রেপ্তার শরীয়তপুরে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন।

শরীয়তপুর: শরীয়তপুরে অপারেশন ডেভিল হান্টে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্রাহাম লিংকন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভুলু সরদারপাড়া এলাকার মৃত শুকুর আলী সরদারের ছেলে।

পুলিশ জানায়, মারামারি ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্ট অভিযানে শরীয়তপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।  

এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলা পরিষদের সাবেক সদস্য আব্রাহাম লিংকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।