ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বোনের বাড়ি বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, মার্চ ৬, ২০২৫
বোনের বাড়ি বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার শিশু

মাগুরা: মাগুরা শহরে আট বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ ) দুপুরে বোনের বাড়িতে বেড়াতে যেয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি।

শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মা জানান, ঘরের মধ্যে শিশুটিকে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, ঘটনার সময় বাড়িতে ওই শিশু একা ছিল। যেহেতু তার জ্ঞান ফেরেনি সে কারণে বিস্তারিত বলতে পারছেন না তারা।

মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুবাস রঞ্জন হালদার বলেন, তাকে প্রথমে শ্বাসকষ্ট রোগী হিসেবে নিয়ে আসা হয়। পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার চেষ্টা আলামত পাওয়া গেছে। মেয়েটির অবস্থা শংকামুক্ত নয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ০৬ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।