ঢাকা: রাজধানীর মগবাজারের টিএনটি কলোনি এলাকায় মাহফুজুর রহমান (বিপু) নামে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, দুই গ্রুপের মারামারির ঘটনায় বিপু আহত হন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য জানান।
তিনি জানান, গত বুধবার (৫ মার্চ) রাতে মগবাজারের টিএনটি কলোনি এলাকায় দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে বিপু নামে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বিপু। তবে তার বিরুদ্ধে কোনো মামলার প্রমাণ পায়নি পুলিশ।
রাজু জানান, এ দুই গ্রুপ কারা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং করার বিষয়টি পুলিশের জানা নেই।
তিনি আরও জানান, এখন পর্যন্ত আহত বিপুর পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দেয়নি।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এজেডএস/আরবি