ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

হিজলায় ১০ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫০, মার্চ ৭, ২০২৫
হিজলায় ১০ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

বরিশাল: বরিশালের হিজলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর নদপাড়ের ইটভাটায় অভিযান শুরু করে বেলা ১টার দিকে শেষ করে।

দুর্গাপুর ও ডাইয়া গ্রামের অবৈধ ১০টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, হিজলা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটায় অভিযান। প্রাথমিকভাবে ১০টি অবৈধ চিমনি ভাঙা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।