সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিটকে তলব করা হয়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
আরবি