ঢাকা: নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক সুশোভন অর্ক।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন এলাকায় সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংগঠনটির সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় একটি সাউন্ড গ্রেনেডের অংশ সুশোভন অর্কের শরীরে আঘাত করে, ফলে তার পেটে ও হাতে ক্ষত হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এমএমআই/এসসি/এসআইএস