ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

এক কেজি মিষ্টির প্যাকেটের ওজন ১৮০ গ্রাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, মার্চ ৭, ২০২৫
এক কেজি মিষ্টির প্যাকেটের ওজন ১৮০ গ্রাম

হবিগঞ্জ: হবিগঞ্জে ওজনে কারচুপি, অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জেলা সদরের কোর্ট স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ সময় ‘স্বপ্নসিঁড়ি রেস্তুরাঁ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১ কেজি মিষ্টির সঙ্গে ১৮০ গ্রাম ওজনের প্যাকেট দিতে দেখা যায়। এছাড়া দোকানটিতে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ করা ছিল।

এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারা অমান্য হয়েছে বিধায় দোকানমালিক আব্দুস শহীদ জিতুকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, একই এলাকার ‘আল-মদিনা সুইটমিট’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে ফল বিক্রি করা হচ্ছিল; কিন্তু কোনো মূল্য তালিকা প্রদর্শিত ছিল না—বিধায় আইনের ৩৮ ধারা অমান্যের অভিযোগে দোকানমালিক শাহীন মিয়াকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন। জেলা আনসার ব্যাটালিয়নের একদল সদস্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে উপস্থিত ছিল।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।