ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
ঝিনাইদহে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উৎস ভট্টাচার্য (ইনসেটে) ও তার শোকাবহ পরিবারের আহাজারি

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৭ মার্চ) সকালে উপজেলার কালীগঞ্জ ফাতেমা প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত উৎস ওই উপজেলার রায়গ্রামের উজ্জ্বল ভট্টাচার্যের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ফাতেমা প্রাইভেট হাসপাতালে নাকের পলিপাস অপারেশনের জন্য ভর্তি হন উৎস ভট্টাচার্য। হাসপাতালে চিকিৎসক রাজিবুল আহসান দুপুরে রোগীর পলিপাস অপারেশন করান। অপারেশন করার পর রোগীর জ্ঞান না ফেরায় তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

বিকেলে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি জানানো হয়েছে।

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ফাতেমা প্রাইভেট হাসপাতাল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। উৎস ভট্টাচার্য সরকারি মহাতাব উদ্দীন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, ০৭ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।