ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বি. বাড়িয়ায়  টিকিট কালোবাজারি বন্ধে মানববন্ধন, ছাত্রদের ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৫, মার্চ ৭, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে টিকিট কালোবাজারি বন্ধের দাবিতে ছাত্র সমাজের করা মানববন্ধন শেষে টিকিট কাউন্টারকর্মীরা ছাত্রদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

এতে সৌরভ ও তানভীর নামে দুইজন আহত হয়। এ ঘটনায় শাহজাহান নামে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, শুক্রবার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট কালোবাজারি বন্ধ ও কালোবাজারি সিন্ডিকেটে জড়িত রেলওয়ের অসাধু কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 'সচেতন ছাত্র সমাজ ভুক্তভোগী' ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে সাধারণ ছাত্ররা যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারের সামনে থাকা কাউন্টারকর্মী শাহজাহানকে জিজ্ঞেস করতে গেলে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সানি এসে নিজেকে যুবদল নেতা বলে প্রভাব বিস্তার করেন। এ সময় কয়েকজন এসে ছাত্রদের ওপর হামলা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাস কমিটার ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সানি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কাউন্টারের লাইনের শৃঙ্খলা বজায় রাখতে এসেছিলেন। সংগঠনের নাম ব্যবহার করে কোনো প্রভাব বিস্তার করা হয়নি। যাকে আটক করা হয়েছে তিনি টিকেট কেনাবেচার সঙ্গে জড়িত নয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, মানববন্ধন শেষে ছাত্রদের সঙ্গে কয়েকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহজাহান নামে একজনকে আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
জেএইচ

#

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।