ঢাকা: রাজধানীর গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় শত্রুতার জেরে ছুরিকাঘাতে সিয়াম শেখ নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে ঢালকানগর শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।
নিহত সিয়াম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণ দুই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে। বর্তমানে স্ত্রী ও পরিবার নিয়ে শ্যামপুর সাধনা নিকেতন গলি ভাড়া থাকেন। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন সিয়াম। এক বছর আগে বিয়ে করেন সিয়াম।
হাসপাতালে সিয়ামের ভাগনে মো. সালমান জানান, সিয়াম আগে ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন। দুই তিন মাস ধরে বেকার অবস্থায় ছিলেন। ২-৩ দিন আগে একই এলাকার দুই ভাই তাসিন ও সোয়াদের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে আজকে রাতে দুই ভাই মিলে সিয়ামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জানতে পেরে ঘটনাস্থল থেকে সিয়ামকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তবে তাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল তা জানা নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, গেন্ডারিয়া এলাকা থেকে স্বজনরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৫
এজেডএস/জেএইচ