ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির অভিযোগ, গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতার পদ স্থগিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪০, মার্চ ৮, ২০২৫
চাঁদাবাজির অভিযোগ, গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতার পদ স্থগিত

এক ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর থেকে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। একইসাথে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা একদিনের মধ্যে আহ্বায়ক বরাবর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থাকেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

এর আগে চাঁদাবাজির অভিযোগ দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

পোস্টে তিনি লিখেন, আমার এলাকার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ডের ইন্টারনেটের ব্যবসা করে। সে বেশ কয়েকদিন কল দিয়ে সাক্ষাৎ করতে চাচ্ছিল। সময় দিতে পারিনি। আজকে তাকে অফিসে আসতে বলি। সে আজ অফিসে এসে আমাকে জানায়, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু। গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। ছেলেটি আজকে আমার কাছে এসে অভিযোগ দেয়। আমি তার কাছে তথ্যপ্রমাণ চাই। সে আমাকে রেকর্ড শোনায়। আমি তাকে বলি, অপুকে কল দাও। কল দিলে দেখি ঘটনা সত্য, সে ৫০ হাজার টাকা চায়, পরে পরে ৩০ হাজার দেওয়ার জন্য বলে।

তিনি লিখেন, এসময় অফিসে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাহিম কথোপকথন সংরক্ষণ করে রাখে। আমি বিষয়টি জানানোর জন্য সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকেরকে কল করি, তাকে না পেয়ে সংগঠনের সদস্য সচিবকে অবহিত করি। সে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে এবং আমাকে তথ্যপ্রমাণ পাঠাতে বলে। নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি। কিন্তু সংগঠনে অন্তর্ভুক্ত কেউ ছাত্রলীগের স্টাইলে হলে দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হোক, সেটি প্রত্যাশা করি না।

এদিকে এ ঘটনায় দ্রুতই সংগঠনের কাছে কারণ দর্শাবেন বলে জানিয়েছেন অভিযুক্ত অপু। যে ব্যাক্তির কাছে চাঁদা চেয়েছেন, এই নিউজ লেখা পর্যন্ত তার পরিচয় বা বক্তব্য পাওয়া যায়নি।


বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এফএইচ/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।