খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার লারমা স্কোয়ার এলাকায় আগুন লেগে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৮ মার্চ) রাতে এ আগুন লাগে।
জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয়রা লারমা স্কোয়ার সংলগ্ন বাজারে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ১২টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গেল বছরের সেপ্টেম্বর মাসে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় এ বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এডি/আরবি