বগুড়া: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীকে বগুড়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (৮ মার্চ) সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে বগুড়ায় আসেন বিএফইউজে মহাসচিব।
উল্লেখ্য, শনিবার জেলা শহরের হোটেল লা-ভিলায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী।
সংগঠনের সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় এতে সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এসআরএস