পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে স্টেশনে ট্রেন যাত্রীর কাছ থেকে ৫০০ গ্রাম কোকেনসহ আসীর ইনতেসার রোজেন (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (৮ মার্চ) দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হওয়ার পর আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
তার আগে শুক্রবার (৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ২ নাম্বার প্লার্টফর্মের আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ।
আটক ওই মাদক কারবারি রোজেন চুয়াডাঙ্গা জেলার কোর্টপাড়া এলাকার পানির ট্যাংকি সংলগ্ন মহল্লার বাসিন্দা হাসানুজ্জামান ওরফে হাবুর ছেলে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বাংলানিউজকে জানান, শুক্রবার (৭ মার্চ) দুপুরে পৌনে ২টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছায়।
এ সময় পাবনার ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চিত্রা ট্রেনের "ছ" নম্বর বগিতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বগির ৫১ নং সিটে বসা ট্রেন যাত্রীর ব্যাগ তল্লাশি করলে ৫০০ গ্রাম মাদকদ্রব্য কোকেনসহ তাকে আটক করা হয়। তিনি ওই ট্রেনে চড়ে ঢাকা যাচ্ছিলেন। আটক মাদক কারবারিকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পাঠানো হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছেন। ঈশ্বরদী রেলওয়ের জিআরপি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নথিভুক্ত হওয়ার পর আদালতের মাধ্যমে ওই মাদক কারবারিকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছো।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা,মার্চ ৮, ২০২৫
জেএইচ