ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানার গুদামে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বিএডিসি বাজার এলাকায় অ্যালুমিনিয়াম কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিএডিসি বাজার এলাকায় (ডুয়েটের পাশে) এলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ কারখানার টিনশেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।