গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বিএডিসি বাজার এলাকায় অ্যালুমিনিয়াম কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিএডিসি বাজার এলাকায় (ডুয়েটের পাশে) এলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ কারখানার টিনশেডের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
আরএস/আরবি