ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়াইলে মহিলা দলের নারী দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, মার্চ ৯, ২০২৫
নড়াইলে মহিলা দলের নারী দিবস উদযাপন নড়াইলে মহিলা দলের আয়োজনে নারী দিবস উদযাপিত হয়েছে

নড়াইল: নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে নারী দিবস উদযাপিত হয়েছে।

রোববার (০৯ মার্চ) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি শিরিনি জামানের সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের যুগ্মসম্পাদক সৈয়েদা মধুমিতা, থানা কমিটির যুগ্মসম্পাদক লিটা খাতুন, পৌর কমিটির যুগ্মসম্পাদক খালেদা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক সালমা সিকদার।

বক্তরা বলেন, নারীরা শিক্ষিত হলে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তনদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে।

নারীর উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে-এটাই সবার প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ০৯ মার্চ ২০২৫
এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।