ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, মার্চ ৯, ২০২৫
রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গ্রেপ্তার অভিযুক্ত যুবক

রাজশাহী: রাজশাহীর তানোরে এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণর মামলার প্রধান আসামি খাইরুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। খাইরুল তানোরের সরনজই কাচারীপাড়ার মো. সাজ্জাদের ছেলে।

রোববার (৯ মার্চ) ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দুপুরে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মার্চ রাজশাহীর তানোরের সরনজই তালাকপ্রাপ্তা এক নারীকে ধর্ষণ করা হয়। চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি।

এ ঘটনায় র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাউপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।