ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আড়াইহাজারে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

 

মৃত ইয়াসমিন আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার অটোরিকশাচালক হারুণ অর রশিদের স্ত্রী এবং একই উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুযাকান্দা এলাকার ছাত্তারের মেয়ে। নিহতের পরিবারের দাবি, ইয়াসমিনকে কৌশলে বিষপান করিয়ে হত্যা করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

জানা গেছে, নিহতের স্বামী হারুণ অর রশিদ প্রবাসী মেয়ের সঙ্গে পরকীয়ায় আসক্ত। এ নিয়ে কথা কাটাকাটি হলে তিনি প্রায় সময় স্ত্রী ইয়াসমিনকে মারধর করতেন। ঘটনার দিন রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে স্বামী হারুণ অর রসিদ ইয়াসমিনকে মারধর করে আহত করেন। এতে রাগে দুঃখে ইয়াসমিন প্রথমে পাশের বাড়ির মাবিয়ার ঘরে বসে কিছুক্ষণ কান্নাকাটি করেন। পরে নিজ ঘরে গিয়ে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইয়াসমিনের নাকে মুখে রক্তের দাগ রয়েছে।

নিহতের চাচা নাসির উদ্দিন জানান, ইয়াসমিনের স্বামী প্রায় যৌতুক দাবি করতো। যৌতুকের টাকা না দিলে আমার ভাতিজিকে মারধর করতো। আমরা হত্যার বিচার চাই। আমরা থানায় একটি অভিযোগ দিলেও পুলিশ তা রিসিভ করেনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি আত্মহত্যা।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।