ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: আলী রীয়াজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, মে ৪, ২০২৫
রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে: আলী রীয়াজ

ঢাকা: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র গঠনের মৌলিক ভিত্তিতে সর্বস্তরের রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৪ মে) সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ১২ দলীয় জোটের আলোচনার শুরুতে তিনি বলেন, আমরা সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গায় আমাদের একমত হতে হবে।

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐকমত্যের ভিত্তি তৈরিই প্রথম শর্ত।

তিনি আরও বলেন, শুধু এই টেবিলে বসে আলোচনা করেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কমিশন কেবল অনুঘটকের ভূমিকা পালন করবে।

অধ্যাপক রীয়াজ জানান, যে বিষয়গুলোয় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেগুলোর ভিত্তিতেই একটি জাতীয় সনদ প্রণয়ন করা হবে। এজন্য প্রত্যেক পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় ১২ দলীয় জোটের প্রধান মোস্তাফা জামাল হায়দারের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন—শাহাদাত হোসেন সেলিম, অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, রাশেদ প্রধান, লায়ন ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ, মাওলানা আব্দুল রাকিব, আবুল কাশেম, ফিরোজ মোহাম্মদ লিটন ও এম এ মান্নান।

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশন জানায়, প্রথম পর্যায়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশন—সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩৫টি দল মতামত দিয়েছে এবং ২৪টি দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে।

এই তথ্যগুলো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন।

এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।