ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি মোরশেদ আলমসহ ৩ জনের নামে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, মে ৪, ২০২৫
সাবেক এমপি মোরশেদ আলমসহ ৩ জনের নামে দুদকের মামলা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলম

ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের বিরুদ্ধে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ‘অর্থ আত্মসাতের’ অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানিয়েছে, জমি কেনার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বেঙ্গল গ্রুপ ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের বিরুদ্ধে।

তিনি নোয়াখালী-২ আসন থেকে দশম, একাদশ ও দ্বাদশ সংসদের সদস্য নির্বাচিত হন।

রোববার (৪ মে) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর দুই আসামি হচ্ছেন, মোরশেদ আলমের ছেলে বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল আলম এবং মোরশেদ আলমের ভাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

দুদক মহাপরিচালক জানান, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এরিয়া অফিসের জন্য এর চেয়ারম্যান মোরশেদ আলম ও তার ভাই মো. জসিম উদ্দিনের মালিকানাধীন জমি কেনায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট থাকায়, তা গোপন করে অস্বাভাবিক দামে কেনার মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলমের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধান শেষে ২ কোটি ৮৬ লাখ ৬ হাজার ১৪৫ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।