ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, তরুণকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, মার্চ ১১, ২০২৫
গোপালগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, তরুণকে হত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনে-দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি মালিকের একমাত্র সন্তানকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১২টার যেকোনো সময়ে কোটালীপাড়ার লাকিরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে।  

বাড়ি মালিক পল মজুমদার খোকন ও তার স্ত্রী এসময় বাড়িতে ছিলেন না। একমাত্র ছেলে পিয়াস মজুমদার (২২) বাড়িতে ছিলেন।

জানা গেছে, পিয়াসের মা চাকরি করেন এবং বাবা গ্রাম্য চিকিৎসক হিসেবে কাজ করার কারণে কেউই বাড়িতে ছিলেন না। দুপুর সাড়ে ১২টার দিকে পিয়াসের বাবা বাড়িতে এসে ছেলেকে ডেকে না পেয়ে দরজা খুলে দেখেন বাড়ির সমস্ত মালামাল এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে রাখা। পরে ছেলেকে খুঁজে না পেয়ে দেখেন কাঁথা-কম্বল দিয়ে হাত বাঁধা ও উপুড় করে রাখা রয়েছে তার একমাত্র ছেলেকে। পরে তাকে কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন, বাঁধা পেয়ে হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।