ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আবাসিক হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৬, মার্চ ১২, ২০২৫
গাজীপুরে আবাসিক হোটেল ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নয় জনকে আটক করেছে পুলিশ। এসময় উত্তেজিত জনতা ওই আবাসিক হোটেলের আসবাবপত্র মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেয়।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নয় জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় হোটেল হ্যাভেন ফ্রেশ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ।  

এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আট জন নারী ও একজন পুরুষকে আটক করা হয় বলেও জানান তিনি।  

হোটেলের ভেতর অসামাজিক কার্যকলাপের খবর ছড়িয়ে পড়লে  উত্তেজিত হয়ে ওঠে জনতা।  

একপর্যায়ে উত্তেজিত জনতা ওই হোটেলে ভাঙচুর করে ও আসবাবপত্র বের করে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।