ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে যাওয়ায় ঢাকা মেডিকেলের আউটডোরে চিকিৎসা বন্ধ রয়েছে

ঢাকা: পাঁচ দফা দাবি আদায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে শুধু হাসপাতালের আউটডোরে (বহির্বিভাগ) চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম জানান, এ দিন সকালে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আসেন। এসেই পড়েন বিপাকে। টিকিট পেলেও ডাক্তার দেখাতে পারেননি। ডাক্তার না দেখিয়েই চলে যেতে হচ্ছে তাকে। আগে থেকে জানলে এত দূরের পথ পেরিয়ে আসতেন না।

হাজারীবাগ থেকে আসা রোগী শাফিন আলম জানান, বেশ কিছুদন ধরে ঠান্ডা জ্বরে ভুগছেন। চিকিৎসার জন্য হাসপাতালে এসে দেখেন টিকিট কাউন্টারসহ চিকিৎসকদের কক্ষ বন্ধ। ডাক্তার না দেখিয়েই চলে যেতে হচ্ছে। এরকম অনেকেই ফেরত যাচ্ছেন।

হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সব বিভাগ খোলা ছিল। সাড়ে ১১টার পরে হঠাৎ করে চিকিৎসকরা এসে টিকিট কাউন্টারসহ সব কার্যক্রম বন্ধ করে দেন। এরপর থেকেই চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। অনেক রোগীকে ডাক্তার না দেখিয়েই ফেরত যেতে হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবি হলো—
১। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট প্রত্যাহার, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা। যা ২০১০ সালে বিগত সরকার দিয়ে গেছে।

২। উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা।

৩। স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত শূন্যপদে ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক ৬ষ্ঠ গ্রেডে চাকরি প্রবেশপথ তৈরি। প্রতিবছর চার থেকে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ করে চাহিদার ভারসাম্য বজায় রাখা। চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪-এ উন্নীত করা।

৪। বেকার তৈরির কারখানা সব ম্যাটস প্রতিষ্ঠান এবং মানহীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। তবে এরই মধ্যে শিক্ষাধীন ম্যাটস শিক্ষার্থী এবং ডিএমএফ গণের প্যারামেডিকস হিসেবে পদায়নের ব্যবস্থা করা। এ ছাড়াও SACMO পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি ব্যবহার চালু। এটি ডাক্তার শব্দের সমার্থক হিসেবে জনগণকে ধাঁধায় ফেলে দেয়।

৫। চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন করা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।