ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে খেলাঘরের প্রতিবাদী সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, মার্চ ১২, ২০২৫
খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের বিচারের দাবিতে খেলাঘরের প্রতিবাদী সমাবেশ

ঢাকা: খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।

বুধবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদী সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলির সদস্য ডা. আবু সাঈদ।  

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী মোজাম্মেল হোসেন, রথীন চক্রবর্তী, প্রকৌশলী শ্যামল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমিনুল রানা, ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, শিশু প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন করনিয়া জাহান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব অপরাধের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে বক্তারা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ন্যায় বিচারের দাবিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশে কেন্দ্রীয় খেলাঘর আসরের নেতারা, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আরকেআর/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।