ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মার্চ ১২, ২০২৫
নির্বাচনের আগে সংস্কারে জোর দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই

ঢাকা: ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দিয়েছেন।

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করা দলগুলো হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং গণসংহতি আন্দোলন।

বুধবার (১২ মার্চ) ঢাকাস্থ ফরাসি দূতাবাস জানায়, বৈঠকগুলোতে দেশটির  রাষ্ট্রদূত গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশে রাজনৈতিক সংলাপের ওপর জোর দেন।

ফ্রান্স বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক আরও জোরদার করতে এবং বৃহত্তর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ম্যারি মাসদুপুই।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।