ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

শিশুখাদ্যে ভেজাল, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
শিশুখাদ্যে ভেজাল, জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শহরের গাজী মার্কেটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

এসময় অনুমোদনহীন নিম্নমানের পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুদ, শিশুদের জন্য নিম্নমানের ভেজাল পণ্য মজুদ ও বিক্রির অপরাধে মা স্টোরের মালিক মো. সেলিমকে দুই লাখ টাকা ও সবুজ স্টোরের মালিক মো. সবুজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

এ দুই প্রতিষ্ঠানের প্রায় ১০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে এবং দুটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।  

একই সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আশরাফুল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ডা. সুমদুর চক্রবর্তী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।  

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।