ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

জাতীয়

১৫ মেডিকেল কলেজ ও ৪৪ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
১৫ মেডিকেল কলেজ ও ৪৪ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগ 

ঢাকা: ‘১৫ মেডিকেল কলেজে ও ৪৪ জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপন প্রকল্প’ এর আওতায় ডায়ালাইসিস মেশিন ক্রয়ের দরপত্রে অনিয়ম ও দুর্নীতি এবং স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনি ডিজেজস অ্যান্ড ইউরোলজি (এনআইকেডিইউ) এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দুদক টিম প্রথমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিযোগ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনি ডিজেজস অ্যান্ড ইউরোলজিতে (এনআইকেডিইউ) অবস্থিত প্রকল্প অফিস থেকে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে। টিম জানতে পারে, উক্ত প্রকল্পের টেন্ডার মোট ৩বার আহ্বান করা হয। প্রথম টেন্ডারের ক্ষেত্রে টেন্ডার মূল্যায়ন কমিটি কোনো প্রতিবেদন দাখিল করেনি এবং সর্বশেষ টেন্ডার বিজ্ঞপ্তির পরে মৌখিক নির্দেশনায় বাতিল করা হয়েছে।

শুধু তাই নয় অধিদপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পের টেন্ডার কার্যক্রম স্থগিত হয়ে আছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। কতিপয় গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন করার কারণে টেন্ডার কার্যক্রমে বিলম্ব হচ্ছে মর্মে অভিযানকালে টিমের নিকট প্রতীয়মান হয়। টিম অভিযানকালে টেন্ডার সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও অধিদপ্তরের চিকিৎসক, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বদলি সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিষয় অধিকতর যাচাইয়ের নিমিত্ত অধিদপ্তর হতে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সব রেকর্ডপত্রের বিস্তারিত এনফোর্সমেন্ট প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।