ঢাকা: দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ওয়েবসাইট হ্যাক করে সতর্কবার্তা দিয়ে গেছে হ্যাকাররা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টা ৪০ মিনিট থেকে ১২টার মধ্যে বাংলানিউজের ওয়েবসাইট হ্যাক হয়।
অল্প সময়ের মধ্যেই হ্যাকার একটি খবরের শিরোনাম পাল্টে লিখে যায়, হ্যাকড বাই- {এস১৪এম_৬৯}। ওনড বাই-সাইবার কমিউনিটি অ্যান্ড সিলেট গ্যাং এসজি & নুরি আলম নাহিদ।
বার্তায় দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের বিচার ব্যবস্থা এবং কঠোর আইন প্রণয়নে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হুঁশিয়ারি দেওয়া হয়।
বিষয়টি গুরুত্ব সহকারে না দেখলে দেশের সাইবার স্পেস অনিরাপদ হবে বলেও সতর্ক করা হয়।
হ্যাক হওয়ার বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বাংলানিউজের সংশ্লিষ্ট বিভাগগুলো তৎপর হয়। অতি দ্রুতই পোর্টালের নিয়ন্ত্রণ নেয় ওয়েব ডেভেলপমেন্ট টিম।
বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৪
আরএইচ