ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মার্চ ১৪, ২০২৫
গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার 

সাতক্ষীরা: গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফেরেন তারা।

ওই বৃদ্ধা তার নাম বলছেন শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। তিনি তার ঠিকানা বলেছেন খুলনার তেরখাদা থানার কাটেংগা গ্রাম। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁর ছেলে আলমগীর খাঁ জানান, তিনি ও তার সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে। কাঁকড়া ধরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে ফিরে আসার সময় বাদুজুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধাকে শুয়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।  

গাবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম বলেন, ৯ নং সোরা গ্রামের আলমগীর খাঁ ও রহমান নামে দুই জেলে সুন্দরবনে কাঁকড়া শিকার করে বাড়ি ফেরার সময় এক নারীকে গাছের ডালে শুয়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রাতে বাড়িতে রেখে সকালে পরিষদে নিয়ে আসেন। এখন তিনি ইউনিয়ন পরিষদের হেফাজতে আছেন।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে এমন একটি ঘটনার কথা আমরা জানতে পেরেছি। কীভাবে এই বৃদ্ধা বড় বড় নদী পার হয়ে গহীন বনে গেলেন, তা শুধু তিনিই বলতে পারবেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এমআরএম/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।