ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আলীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, মার্চ ১৪, ২০২৫
২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি আলীর গ্রেপ্তার রমজান আলী

কিশোরগঞ্জের তাড়াইলে ২০ বছর পর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আলী ধলা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত রমজান আলী। ২০০৪ সালে তার নামে একটি সিঁধেল চুরি মামলা হয়। পরে ওই মামলায় তার পাঁচ বছরের সাজা হলে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি সিলেট ও মৌলভীবাজার এলাকায় গিয়ে আত্মগোপনে বসবাস করতে থাকেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ গ্রামের বাড়িতে আসেন আলী। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সেখানে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি আলীকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।