ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

২০ লাখ টাকার জালনোট-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, মার্চ ১৪, ২০২৫
২০ লাখ টাকার জালনোট-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

ঢাকা: ২০ লাখ টাকার জালনোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম পরিচয় জানায়নি সংস্থাটি।

শুক্রবার (১৪ মার্চ) কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ২০ লাখ টাকার জালনোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করে হয়েছে।  

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় দিকে রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।