ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শ্রমিকের মৃত্যু  প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কস্তুরিপাড়া সিংনা আঞ্চলিক সড়কে ও রাত ৮টার দিকে জোকারচর বালুরঘাটে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন কিশোর। তার নাম লিটন (১৪)। সে একই উপজেলার কুটুরিয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। অন্যদের নাম জানা যায়নি।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম জানান, বিকেলে কস্তুরিপাড়া সিংনা নোয়াবাড়ী আঞ্চলিক সড়কে বালুভর্তি চলন্ত একটি ট্রাকের ওপর থেকে পড়ে যান শ্রমিক লিটন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে কালিহাতীর জোকারচর বালুর ঘাটে ট্রাকচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।