ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা!

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
ঈশ্বরদীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের আত্মহত্যা!

পাবনা (ঈশ্বরদী):পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাকিব হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বড় পাড়া এ ঘটনা ঘটে।

 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।

মৃত রাকিব ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের ইলশামাড়ি গ্রামের স্বপন আলী ছেলে। পেশায় তিনি একজন রিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া বড়পাড়া এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেনের মেয়ের সঙ্গে প্রায় ৮ মাস আগে বিয়ে হয় রিকশাচালক রাকিবের। বর্তমানে জলি কয়েক মাসের অন্তঃসত্ত্বা।

শুক্রবার (১৪ মার্চ) রাতে রাকিব শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। শনিবার (১৫ মার্চ) সকালে ঘুম থেকে উঠেই রাকিব স্ত্রী জলিকে দোকান থেকে সিগারেট এনে দিতে বলেন। দোকান থেকে সিগারেট নিয়ে এসেই দরজা বন্ধ পেয়ে প্রথমে ডাকাডাকি করে। ঘরের ভেতরে কোনো সাঁড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন জলি। এ সময় স্বজনরা এগিয়ে এসেই দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাকিব ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রাকিব নিজেই গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। এ ব্যাপারে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযাগ পেলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।