ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের ইফতার আয়োজিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মার্চ ১৫, ২০২৫
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের ইফতার আয়োজিত

ঢাকা: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫’।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ছিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এসইউজেএএ)।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা।

প্রতিবছরের মতো এবারও ইফতারের আয়োজনে সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমানের মিলনমেলায় পরিণত হয়। বিভাগের বর্তমান শিক্ষার্থীরা জানান, প্রতি রমজানে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। এটি তাদের কাছে ঈদের আগেই আরেক ঈদ আনন্দের মতো।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নান বলেন, আমি অভিভূত। প্রতিনিয়ত এমন আয়োজন দেখতে চাই। তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উন্নত ভবিষ্যৎ কামনা করেন বলে জানান।

এসইউজেএএ’র সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা সবার সঙ্গে কুশলাদি বিনিময়ের অন্যতম মাধ্যম।

ইফতার বা মিলনমেলা- এমন আয়োজন অব্যাহত রাখতে বিভাগের শিক্ষার্থীদের আহ্বান জানান এসইউজেএএ’র সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও ইফতার আয়োজন ও ভবিষ্যতে বর্তমান-সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে বড় আকারে অনুষ্ঠান করা হবে, এমন কথা জানান।

বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ভবিষ্যতে সবার সম্মিলনে একে-অপরের পাশাপাশি থাকার আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।