ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট তৌহিদুর রহমানের বাবা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৮, মার্চ ১৬, ২০২৫
বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট তৌহিদুর রহমানের বাবা মারা গেছেন

ঢাকা: বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট (ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট) তৌহিদুর রহমানের বাবা মো. আব্দুল জলিল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার দিকে খুলনার খালিশপুরে স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর ৷ তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন৷ 

তৌহিদুর রহমানের বাবার মৃত্যুতে বাংলানিউজ পরিবার গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছে।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।