ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

জাতীয়

লাখ টাকার চুক্তি, বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
লাখ টাকার চুক্তি, বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে একজনকে হাতে নাতে আটক করা হয়েছে।  

শনিবার (১৫ মার্চ) রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল শনিবার।  

সকাল ১০টা ২০ মিনিটের দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চতুর্থ তলার ৪০৫ নম্বর কক্ষের সামনে ইয়াছিন আরাফাতকে (৩৪) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পরীক্ষার্থী পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি অকপটে স্বীকার করেন যে, মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমান (২৮), বাবা- মহসীন আলী, ঠিকানা-অজ্ঞাত, মোবাইল নম্বর- ০১৬২২০৭১১৭৩ (পরীক্ষার রোল নম্বর-১৩০০১৯৯৯)-এর সহায়তায় তিনি পরীক্ষার্থী পরিচয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে এক লাখ টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষা দিয়ে পরীক্ষার লিখিত পরীক্ষায় পাস করানোর জন্য চুক্তি হয়।  

এ বিষয়ে শাহবাগ থানাকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে ইয়াছিন আরাফাতের প্যান্টের ডান পকেট থেকে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য মূল পরীক্ষার্থীর (পলাতক) মাহবুবুর রহমানের দেওয়া নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন এবং তাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।  

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শাহবাগ থানায় দুজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।  

বোশরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে নিয়োগ পরীক্ষায় নিয়োগ বাণিজ্য করার জন্য একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে প্রক্সি পরীক্ষাসহ বিভিন্ন বেআইনি কার্যক্রম পরিচালনা করছে এবং আটক আসামিরা উক্ত চক্রের সক্রিয় সদস্য।  

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় যেকোনো অসাধু কার্যকলাপের বিষয়ে জিরো টলারেন্স নীতির প্রতিপালন করা হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়াসহ অন্য যেকোনো মাধ্যমে বিমানের নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষাসহ যেকোনো বেআইনি কার্যকলাপের প্রলোভনের বিষয়ে সর্বসাধারণকে বিশেষভাবে সচেতন এবং সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।