ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিমানের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, মার্চ ১৬, ২০২৫
বিমানের অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফায়েড

ঢাকা: অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজকে ভেরিফায়েড ব্লু টিক প্রদান করলো ফেসবুক কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে একটি চক্র একাধিক ভুয়া পেজ পরিচালনা করায় ফেসবুক থেকে ভেরিফায়েড ব্লু টিক পেতে দেরি হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

বিমানের একটি মাত্র অফিসয়াল ভেরিফায়েড পেজ। বিমানের বিভিন্ন তথ্য, প্রেস রিলিজ, প্রোমোশনাল অফার ইত্যাদি পেতে শুধুমাত্র এই পেইজ লাইক-ফলো-কমেন্ট দিয়ে সাথে থাকার আহ্বান সংস্থাটির।

বোমশরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই ভেরিফায়েড পেজ ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম অবৈধভাবে ব্যবহার করে পরিচালিত অন্য যেকোন ফেসবুক পেইজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি স্যোশাল মিডিয়ার মাধ্যমে সংঘটিত প্রতারণা থেকে সাবধানে থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা,মার্চ ২০২৫
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।