ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট তৌহিদুরের বাবার দাফন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মার্চ ১৬, ২০২৫
বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট তৌহিদুরের বাবার দাফন সম্পন্ন

খুলনা: বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট (ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট) তৌহিদুর রহমানের বাবা সাবেক শিক্ষক মো. আব্দুল জলিলের দাফন সম্পন্ন হয়েছে। তিনি ক্রিসেন্ট জুটমিল হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

রোববার (১৬ মার্চ) বাদ উত্তর কাশীপুর খেলার মাঠে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন চিত্রালী বাজার দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ হাসান।

সাবেক এ শিক্ষকের জানাজার নামাজে শিক্ষক, তার ছাত্রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশ নেন।

এর আগে শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় খুলনার খালিশপুরে স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ তার বয়স হয়েছিল ৭৯ বছর ৷ তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন৷

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।