নাটোর: নাটোরে আসাদ মোল্লা নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশাটি লুট করার ঘটনায় মূল আসামি মোহম্মদ আলীকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোহম্মদ আলী সদর উপজেলার কামারদিয়া গ্রামের কামাল জোয়ার্দ্দারের ছেলে। আর নিহত আসাদ মোল্লা(৩৫) উপজেলার রামাইগাছি গ্রামের মো. সিরাজ মোল্লার ছেলে।
নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ( বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ১১ মে রাতে আসাদ মোল্লা অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন একই উপজেলার হালসা এলাকায় রাস্তার পাশ থেকে আসাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা সিরাজ মোল্লা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে হাসিবুল ওরফে মোহম্মদ আলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা,মার্চ ১৬, ২০২৫
এমএম