ঢাকা, রবিবার, ২ চৈত্র ১৪৩১, ১৬ মার্চ ২০২৫, ১৫ রমজান ১৪৪৬

জাতীয়

মাইকে ঘোষণা দিয়ে মাদক বিক্রি ছাড়ার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
মাইকে ঘোষণা দিয়ে মাদক বিক্রি ছাড়ার ঘোষণা

কুমিল্লা: মাইকে সবার সামনে ঘোষণা দিয়ে মাদক বিক্রি ছেড়েছেন মো. মনির হোসেন নামে এক ব্যক্তি। তিনি এলাকায় ইয়াবা মনির নামে পরিচিত।

তার মাদক বিক্রি ছাড়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতিবাচক আলোচনা চলছে।  

শনিবার (১৬ মার্চ) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী সমাবেশে গ্রামবাসীর কাছে মাইকে মাদক সেবন ও বিক্রি ছাড়ার অঙ্গীকার করেন তিনি।  

উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামবাসীর আয়োজনে কল্পবাস মাঠে মাদকবিরোধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয়রা জানান, মাদক বিক্রেতা মনির হোসেন (৫০) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তবে তিনি তার ভুল বুঝতে পেরে অন্ধকার জগত থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন।
 
শনিবার বিকেলে গ্রামবাসীর আয়োজনে মাদকবিরোধী সমাবেশে মনির হোসেন জনসমক্ষে মাইকে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার ঘোষণা দেন। এসময় তিনি বিগত দিনের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সেই সঙ্গে সামাজিকভাবে সবার সঙ্গে মিলেমিশে স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন।  

মাদকবিরোধী সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের।  

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।