ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে তরুণ খুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে তরুণ খুন

ঢাকা: রাজধানীর মিরপুরে শাহ আলী থানা এলাকায় চিলড্রেন পার্কের সামনে ছুরিকাঘাতে রনি (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত তরুণের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে।

হত্যাকারীদের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে এসব তথ্য জানায় পুলিশ।

এর আগে রোববার রাতে একদল দুর্বৃত্ত রনিকে ছুরিকাঘাতে জখম করে। পরে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রাসেল পার্কের সামনে রনিকে কিছু দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে। তার নামে পাঁচটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া যারা তাকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় বিরোধের জেরে ৮ থেকে ১০ জনের একটি দল রনিকে রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের শনাক্তের পাশাপাশি তাদের ধরতে পুলিশ কাজ করছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রনির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।