রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে আওয়ামী লীগ নেত্রীর নাম বাদ দিতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ী অমিত বণিককে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান কড়া পুলিশি নিরাপত্তায় ব্যবসায়ী অমিতকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চান এবং বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে অমিত বণিককে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) অমিত বণিককে গ্রেপ্তার করে মহানগর পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার ১৭৯ নম্বর আসামি সংরক্ষিত মহিলা এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন উত্তোলনকারী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিপি খান ভরসাকে মামলা থেকে নাম বাদ দেওয়া এবং সুরক্ষার জন্য পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন পলাশ হাসান নামের এক ব্যক্তি।
এসময় বাদী পলাশ হাসানকে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার কর্তৃক মারধর ও পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে যাওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরপর পুলিশের সদর দপ্তর থেকে শনিবার (১৫ মার্চ) এক আদেশে উপ-পুলিশ কমিশনার শিবলীকে রংপুর মহানগর থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে নেওয়া হয়।
অন্যদিকে রোববার ( ১৬ মার্চ) ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় লিপি খান ভরসাকে। তাকে রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, লিপি খান ভরসা সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আস্থাভাজন নেত্রী ছিলেন। একই সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববির। বিগত সময়ে টিপু মুনশি এবং নাছিমা জামান ববির সঙ্গে ছবি পোস্ট দিয়ে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম থাকতেন লিপি খান ভরসা। লিপি খান ভরসার বাড়ি পাবনা। একসময় অভিজাত হোটেলে নাচগান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তিনি সাবেক এমপি মরহুম করিম উদ্দিন ভরসার পুত্রবধূ। তার বিরুদ্ধে হারাগাছের বিখ্যাত ভরসা পরিবারের জমিজমা জাল জালিয়াতি করে আত্মসাতের অভিযোগে মামলা ও ওয়ারেন্টও রয়েছে। ২০২৪ সালে সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ