ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে টমটম চালককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
কক্সবাজারে টমটম চালককে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার তিন গ্রেপ্তারকৃতরা

কক্সবাজার শহরের পাহাড়তলির চাঞ্চল্যকর ইজিবাইক চালক মুজিবকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোস্তফা ও তার অপর সহযোগী দুই ভাইকে গ্রেপ্তার করেছে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সদস্যরা।  

সোমবার (১৭ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে ঘটনার পরপরই র‌্যাবের একাধিক দল অভিযান শুরু করে। অভিযানে কক্সবাজার শহর ও টেকনাফ থেকে পৃথক অভিযানে ঘটনার মূল হোতা স্থানীয় ইসলামপুর এলাকার মো. হোসেনের ছেলে সন্ত্রাসী মোস্তফা ও তার দুই ভাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। এ সময় হত্যার আলামত এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে র‌্যাব। র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা টমটম (ইজিবাইক) চালক হলেও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  

এদিকে এই হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকার মানুষ। তারা গতকাল রাতেই ঘাতকদের বাড়ি গুড়িয়ে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।