ঢাকা: স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী অভ্যুত্থানের সময় আহত জুলাই যোদ্ধাদের সম্মানার্থে ইফতারের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে একযোগে এ ইফতার কর্মসূচি হয়।
অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের ভাই আবু হোসেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।
এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিবছর ইফতারের আয়োজন করে, এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, এইবার আপনারা ইফতার পার্টি করবেন না। ইফতার পার্টিতে আমরা যে অর্থ ব্যয় করি, সেই অর্থ দিয়ে আহতদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফরহাদ হালিম ডোনার আরও বলেন, আমরা চিন্তা করলাম প্রথম ইফতার সামগ্রী যখন দেবোই, তখন প্রথম যে শহীদ হয়েছেন সেই আবু সাঈদের ভাই, তাকে আমরা সঙ্গে নিয়ে আসি। ওনার হাত দিয়েই আমরা সবাইকে ইফতার দিয়েছি।
আহতদের পুনর্বাসন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যখন থেকে এই ঘটনাগুলো ঘটছে, আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তখন থেকেই তাদের সাহায্য করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটাই নির্দেশ দিয়েছেন, এটা যেন কোনো পলিটিক্যাল মোড়কে না হয়, আন্দোলনে সবাই সক্রিয় থাকবেন। যে যেখান থেকে পারেন সাহায্য করবেন। ওনার নির্দেশ মোতাবেক আমরা কাজ করছি। আমরা অনেক রোগীর চিকিৎসা-অপারেশন করিয়েছি।
তিনি আরও বলেন, গত ১৬/১৭ বছরে স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে যারা আহত বা পঙ্গু হয়েছেন, তাদের কারও হাত, কারও পা আমরা আগেও লাগিয়েছি, এখনো যাদের প্রয়োজন হবে, আমরা ব্যবস্থা করবো।
শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আহত যোদ্ধাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানে অনেক ভাই দেশের জন্য জীবন দিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবিক কাজের মাধ্যমে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে যেন থাকে আমি এই কামনা করি।
ইফতার বিতরণকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
আরকেআর/এইচএ/