ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনার পিকচার প্যালেস মার্কেটে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
খুলনার পিকচার প্যালেস মার্কেটে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মার্কেটের অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে।

 

বুধবার (১৯ মার্চ) ভোর ৫টা ২০মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে। এ মার্কেটে অন্তত ৫০টি দোকান ছিল বলে জানা গেছে।

আগুনে পুড়ে যাওয়া এসব দোকানে কসমেটিকস, জামা-কাপড়, জুতা, ব্যাগসহ ঈদ উপলক্ষে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসে ছিলেন দোকানিরা।

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা।  

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়ে আর্তনাদ করতে দেখা গেছে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বাংলানিউজকে বলেন, নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।